খবর
– সুপম রায়
হাতের পেন্সিল মিলিয়ে যাচ্ছে দূরে
দুটো চোখ তবুও যেন স্থির ।
এখানে যারা দাঁড়িয়ে গল্প শুনছে
প্রশ্ন করলেই ছেড়ে যাবে ভিড় ।
জুতোর মাংসের গর্ব পায়ের তলটা ,
তর্ক করেই অনেকটা যায় পিছলে ।
মগজশালার সব দরজায় বন্ধ ।
বেরিয়ে আসবে সব সমাধান সঙ্গে
শিরার সঙ্গে বুদ্ধিটাকেও খিঁচলে ।
অবসরের হাত – ঘড়িটার দম নেই ,
খারাপ সময় একাই শুধু জানত ।
ছুটির দিনে সব দোকানই বন্ধ ।
বুক পকেটের পিষে যাওয়া টিকিট
দুর্ঘটনার খবর খুঁজে আনত ।