মুখোশ – ABHIBRATA PAUL

মুখোশ

– অভিব্রত

আরে আরে একি পোশাক! বগল দেখা যাচ্ছে তোর
বড্ড বাজে লাগছে তোকে, তার চেয়ে তুই মুখোশ পর
অন্য মেয়ে পরে পরুক, তুই তো আমার বোন
রাস্তাঘাটের ছেলেরা সব বড্ড বাজে মন
আবার দেখো, mini skirt এ নষ্ট হবে রুচি
লকলকে জীভ চতুর্দিকে, করবে যে অশুচি
Low Waist Jeans পোরো না, কোমর দেখা যাবে
শাড়ি পরো মা, পেট দেখা যাক, সংস্কার সামলাবে
তুই না মেয়ে ! পরিবারের মান সম্মান রক্ষা কর
বড্ড বাজে লাগছে তোকে, তার চেয়ে তুই মুখোশ পর

ওমা ছিঃ ছিঃ ! ও কি কথা, মেয়ের মুখে গালি?
‘নষ্ট মেয়ে’ বলবে লোকে, লাগবে গায়ে কালী
Beer খেলি, তাও আবার ওই ছেলে গুলোর সাথে
‘বাহ্ তুই তো মালটা ভালো, আসিস না আজ রাতে’
তুই তো মেয়ে দুশ্চরিত্রা, Non-veg jokes বলিস
সন্ধ্যেবেলা সব ছেলেদের হাত ধরে পথ চলিস
বন্ধু হতে পারিস, তুই ঠিক marriage item না
চল না একটু মস্তি করি, কেউ জানবে না
প্রেমিকা হবি? হতে পারিস, ‘ভদ্র মেয়ে’ হবার পর
বড্ড অশালীন মেয়ে তুই, তার চেয়ে তুই মুখোশ পর

আহাঃ একি করলি রে মেয়ে ! বিয়ের আগেই শুলি
ও তো ছেলে, ওর কি হবে? তুই কুলটা হলি
আমরা পুরুষ, ‘সোনার আংটি’ বাকা হলেও দামী
দাগ পড়বে কষ্টিকে আর থাকবো খাটি আমি
তুই শুলে তুই খারাপ, আমি যখন খুশি শুই
প্রতি মাসের পাঁচ ছটা দিন লজ্জা পাবি তুই
হাসির খোরাক তোর স্বাভাবিকতার প্রস্রবণ
রাখবি সবই গোপন, নিষেধ যৌন আলাপন
বিয়ে করেছিস, বাচ্চা দিবি, বন্ধ্যা না তুই প্রমাণ কর
মানুষ না তুই, বস্তুবিশেষ, তাই মানুষের মুখোশ পর

এই মেয়ে ! নে … মুখোশ পর ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments