আনন্দের স্বাদ- by Sayan Haldar

আনন্দের স্বাদ

 

আনন্দ কী ? আনন্দ কিসে হয় ?
নানান লোকে নানান কথা বলে, নানাভাবে এটা অনুভব করা যায় |
কেউ বলে আনন্দ থাকে জেতার মধেই, কেউ বলে আনন্দ থাকে হারায়,
কেউ আনন্দ পাই দুষ্টুমিতে, কেউ বা পায় লেখাপড়ায় |
কতরকম ভাবে আমরা আনন্দ পেয়ে থাকি,
আদৌ তার কী কোনও খোঁজ-খবর রাখি ?
তবুও, কতজন আছে আমদের এ সমাজে
যারা এতটুকুর মধেইও সেই আনন্দটাকে খোঁজে |
কিন্তু বাস্তবে তারা সেটা পায় কী ?
তাদেরও তো ইচ্ছা হয় কিছুটা সময় সব কোস্ট ভুলে একটু আনন্দে থাকি |
আচ্ছা ! আমরাও তো পারি এদেরকে একটু আনন্দ দিতে,
আমরাও তো পরি মানবতার খাতিরে একটু সাহায্যের হাত বাড়াতে ;
আমরাও তো পারি তাদের করে নিতে আমাদের আনন্দের ভাগীদার,
আমরাই তো পারি সাহায্যের দ্বারা তাদের কষ্টটা লাঘব করার |
আমরা তো আনন্দের স্বাদ পাই অনেকরকমভাবে ,
কিন্তু ভেবে দেখো, অন্যকে আনন্দ দিয়ে আনন্দ পাওয়ার স্বাদ কী অন্য কোনও আনন্দে
থাকে ?

— সায়ন হালদার (IT/20/04)

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments