বসন্ত উৎসব – PARVIN HASSAN

বসন্ত উৎসব

– পারভীন হাসান

লাল,নীল,সবুজ, হলুদ; দেখো কত রঙের সারি
কেও নাও না কিনে এক বাটি, বাড়ি যাই তাড়াতাড়ি৷

পলাশ ফুল নেবে?পরে দেখো একটি মালা,
আমার মা দিয়েছে গেঁথে, বিশ্বাস কর!হবে না ঢেলা৷

কম দাম নিচ্ছি বাবু, জোরাজুরি করো না!
একটা দিন ই তো পয়সা কামাই, এই সুযোগ টা কেড় না৷

আজ ইস্কুল ছুটি, মিড ডে মিল ও বন্ধ।
কোথা থেকে খাই বলতো?যদি না দিলে দুটো লাভের অঙ্ক।

কলিকাতা থেকে আসবে তোমরা,লাল মাটির দেশে;
তোমাদের আমোদে মিটবে আশ,আমাদের সংসারে।

তাড়াতাড়ি করো বাবু,অনেক পেট বাড়িতে
যেতে হবে আমাকে ,ওই সাওতাল গ্রামে তে।

যাবে বাবু আমাদের গ্রামে?দেখবে আমাদের নাচ?
আর ও কটা দিন খেতে পাবো ভরপেট ভাত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments