দুর্গা মায়ের জয় – SUPAM ROY

দুর্গা মায়ের জয়অন্য পূজো

-সুপম রায়

নীলচে আকাশ মেঘের পাড়ায় রোদ ,
হাওয়ার দোলায় দোলে কাশফুল ।
সব সুরে আজ পাখিরা গায় গান ,
সবার সেরা মায়ই বিউটিফুল ।।

জড়িয়ে ধরে ঝাড়বাতিটার আলো ,
ঝলসে ওঠে মায়ের গায়ের রঙ ।
আরতি আর ঢাকের আওয়াজ আছেই –
ছাড়বে এবার আলসে ভিড়ের জঙ ।।

মন্ত্রগুলো মাইক ছেড়ে যায় দূরে ,
মায়ের পায়ে জমে ফুলের স্তূপ ।
নতুন সাজে নতুন খুশীর খোঁজ ,
বিশ্ব জুড়ে মায়ের বিশ্বরূপ ।।

শহর জুড়ে রঙিন আলোর চাষ ,
ভিড়ের মধ্যে ভিড়ের সূত্র খুব ।
অঞ্জলী আর প্রনাম মন্ত্র পাঠ ,
মায়ের ঘোরেই অন্ধকারের ডুব ।।

দল বেঁধে সব ঠাকুর দর্শন ,
হৈ – চৈ আর বাজির উৎপাত ।
ফার্স্ট – ফুড আর ফার্স্ট – লুকেতে , হাঁ ,
উত্তেজনা যায় না চাপা হঠাৎ ।।

রাতের বেলা বাড়ি ফেরায় লেট ,
বাধ্যতার গায়ে জমে চোট ।
মনের সাথে মনের বোঝাপড়া ,
পকেট থেকে খসতে থাকে নোট ।।

পঞ্চমীতে শুরু , দশমীতে শেষ ,
বধের জন্যই মহিষাসুর রয় ।
আসছে বছর আবার হবে, জেনো ,
সবার মুখে দুর্গা মায়ের জয় ।।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments