জি-এস-টি – সুপম রায় (সবুজ বাসিন্দা)

জি-এস-টি

– সুপম রায় (সবুজ বাসিন্দা)

ব্ল্যাক কফিতে সকাল শুরু,
জুলাই থেকে জি-এস-টি ।
ভালবাসার ট্যাক্স দেবো না
শপথ নিলাম অনেস্ট্‌লি ।

যা কিছুরই দাম বেড়ে যাক
তামাক থেকে সুগার ফ্রি ।
প্রেম তবুও কম হবে না
তোমার প্রতি প্রিয়শ্রী ।

অন্য কোথাও চলুক শাসন,
রোগটা প্রবল কেমিস্ট্রির ।
মিথ্যেগুলো নাকচ করে
সত্য বলেন যুধিষ্ঠির ।

পাল্টা হাওয়ার আক্রমণে
কার্ড তোলা হয় পেনাল্টির ।
সম্পর্ক আর ভালবাসায়
ট্যাক্স দেবো না জি-এস-টির ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments